ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন আর্থিক চুক্তিপত্রে সই করেননি অজি ক্রিকেটাররা। ৩০ জুনের সময়সীমা বেঁধে দিয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। যা ইতোমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। কার্যত তাই পহেলা জুলাই থেকেই ‘বেকার’, ‘কর্মহীন’ হয়ে পড়লেন স্মিথ, ওয়ার্নার স্টার্করা। তাদের ভবিষ্যৎ নিয়ে অসি ক্রিকেট মহলে সত্যিই শঙ্কার সুর ভেসে বেড়াচ্ছে।
এরইমধ্যে অস্ট্রেলিয়ার জাতীয় দলের সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার শনিবার সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছেন নিজের ক্ষোভ। ফের একহাত নিয়েছেন তিনি দেশের ক্রিকেট বোর্ডকে। মারকুটে এই অসি ওপেনার নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "আমাদের অসংখ্য অনুরাগীদের ধন্যবাদ। যেভাবে নিরন্তর তারা এই সঙ্কটের সময় ক্রিকেটারদের পাশে থেকেছেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।"
টুইটারে এই বার্তা পোস্ট করার পাশাপাশিই ওয়ার্নার ইনস্টাগ্রামেও ফের নিশানা করেছেন দেশের ক্রিকেট বোর্ডকে। নাম না করে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, "পরিবারের গুরুত্ব আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধারনা ছিল কাজের জায়গাতেও সেই পারিবারিক আবহটা অনুভব করতে পারব। আমিই ভুল।"
৩০ জুনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আপাতত খাতায়-কলমে ক্রিকেট অস্ট্রেলিয়ার ২৩০ জন নথিভুক্ত ক্রিকেটার আদতে 'বেকার' হয়ে পড়লেন।
বিডি-প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ আব্দুলাহ সিফাত-২