আন্তর্জাতিক স্পোর্টস দুনিয়ায় শেষ কয়েকদিন শুধু একজনই খবরের শিরোনামে বিচরণ করছেন। তিনি আর কেউ নন, স্বয়ং ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। এই গ্রহের অন্যতম সেরা ফুটবলারের বিয়ে নিয়েই মিডিয়ার মাতামাতি ছিল চোখে পড়ার মত।
ছোটবেলার বান্ধবী অ্যান্তোনেলা রোকুজোকেই বিয়ে করছেন দুই সন্তানের বাবা মেসি। মেসির এই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় কারা এই নিয়েও কথা হয়েছে প্রচুর। মেসির বিয়েতে আমন্ত্রণ পাননি স্বয়ং ডিয়াগো ম্যারাডোনাই। এটা একটা বড় খবর ছিল। আর্জেন্টাইন এই কিংবদন্তিকে ডাকেননি চারবারের ব্যালন ডি’অর জয়ী। মেসিকে নিয়ে সমালোচনা করলেও ম্যারাডোনা কিন্তু মেসিকে যথেষ্ট ভালোবাসেন।
এলএম টেনের বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় থাকতে না-পেরে কিছুটা হলেও অভিমানী ডিয়াগো। মেসির ভবিষ্যত জীবনের জন্য শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেননি ম্যারাডোনা। তিনি বলছেন,"আমার আমন্ত্রণপত্র কোথাও হারিয়ে গেছে। মেসির জন্য আমার শুভেচ্ছা রইল। আশা করি ওর অনেক সন্তান হোক। ও জানে আমি ওকে খুব ভালোবাসি৷মেসি আমাকে বিয়েতে আমন্ত্রণ জানায়নি বলে ওর জন্য আমার অনুভূতি বদলাবে না। ও খুব ভালো একজন স্পোর্টসম্যান ও অসাধারণ মানুষ।"
বিডি-প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ আব্দুলাহ সিফাত-৬