ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দলে পরিবর্তন আনতে চলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন তিনি। তবে ঠিক কী কী পরিবর্তন তিনি আনতে চলেছেন, সে ব্যাপারে এখনই তিনি কিছু নিশ্চিত করে বলেননি।
সিরিজে ভারত ২-০ এগিয়ে গিয়েছে। এই সময়েই দলে পরিবর্তনের সেরা সুযোগ বলে মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এদিন সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি বলেন, "আমরা নিশ্চয়ই এবার পরিবর্তনের দিকে তাকাবো। আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার আছে, যারা এর মধ্যে একটি ম্যাচেও খেলার সুযোগ পায়নি।"
গত ম্যাচ নিয়ে বিরাট আরও বলেন, "শুরুর দিকে পিচে আর্দ্রতা ছিল। ওরা সত্যিই ভাল বল করছিল।’’ ২৫০ রান করতে তাদের যে বেশ বেগ পেতে হয়েছে মেনে নেন বিরাট। তবে এই রানেই বোলাররা যে ভাবে চাপ সৃষ্টি করেছেন, তার প্রশংসা করেন তিনি।"
বিরাট কী পরিবর্তন করতে পারেন সে ব্যাপারে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, এবার সুযোগ পেতে পারেন বাংলার মহম্মদ সামি। ভুবনেশ্বর কুমার টানা খেলে চলেছেন। এবার তাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারেন বিরাট। এছাড়া সুযোগ পেতে পারেন ঋষভ পন্থও। দিল্লির এই তরুণকে নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। আইপিএলে তার একটি ইনিংসের ভূয়সী প্রশংসা করেছিলেন স্বয়ং শচীন টেন্ডুলকর। পরের ম্যাচে অভিষেক হতে পারে তার।
বিডি-প্রতিদিন/ ২ জুলাই, ২০১৭/ আব্দুলাহ সিফাত-১৩