আন্তর্জাতিক ক্রিকেট থেকে শোয়েব মালিকের অবসরের গুঞ্জনটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। বয়স বৃদ্ধির পাশাপাশি ফর্মেও ফিরতে পারছেন না এই ব্যাটিং স্তম্ভ। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে পাকিস্তানের এই সিনিয়র ব্যাটসম্যান জানিয়ে দিলেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালিক বলেন, 'আমার ফর্ম না থাকলে এবং বর্তমান ফিটনেস ধরে রাখতে না পারলে ৫০ ওভারের বিশ্বকাপ এবং এরপর ২০২০ সালে টি-২০ বিশ্বকাপ খেলে অবসর নেব। আইসিসির তিন ইভেন্টের শিরোপা জয়ী পাকিস্তানের প্রথম খেলোয়াড় হওয়া আমার লক্ষ্য।'
৩৫ বছর বয়সী পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক আরো বলেন, 'ক্রিকেটে সব কিছুই নির্ভর করে ফর্ম ও ফিটনেসের ওপর। সব কিছুই নির্ভর করবে একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে দলের জন্য আমি কতটা অবদান রাখতে পারি তার ওপর। বোঝা হয়ে গেছি মনে করলে আমি নিজেই জাতীয় দলের অংশ হতে চাইব না। আমি অবসর নেব। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর আমি এখন খুবই আশাবাদী যে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপ আমরা জয় করতে পারি।'
বিডি-প্রতিদিন/২ জুলাই, ২০১৭/ওয়াসিফ