জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর ঝরলেও ১০ রানের মাথায় তিন উইকেট হারিয়ে ধরাশায়ী বাংলাদেশ। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সামনে সাব্বির রহমান (০), ইমরুল কায়েস (০), সৌম্য সরকাররা (৮) দাঁড়াতেই পারেননি।
০ রানে আউট হওয়ার পর রিভিউ নিয়েছিলেন সাব্বির। কিন্তু শেষ রক্ষা হয়নি। টুইটারে একজন লিখেছেন, 'সাব্বির রহমানকে চার'এ খেলানো ছিল ভুল সিদ্ধান্ত। তাকে ছয়'এ নামানো উচিত ছিল।'
সিডনির বাসিন্দা বেন কার্টার টুইটারে লিখেছেন, 'ধ্যাৎ। বাবা বলেছিলেন বাংলাদেশই আমাদের উপর আধিপত্য করবে। তিনি ভুল বলেছিলেন।'
বিডি প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/ফারজানা