নানা আলোচনা-সমালোচনার পর স্কোয়াডে ফিরলেও একাদশে মুমিনুল হকের জায়গা হয়নি। ঢাকা টেস্টের প্রথম দিন তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমে আট রানের মাথায় মাঠ ছাড়েন সৌম্য। তিন নম্বরে নামা ইমরুল কায়েস ০ রানে ফিরে গেছেন। চার নম্বরে নেমে ০ রানে ফিরেন সাব্বির রহমানও। তামিমের সঙ্গে ক্রিজে আছেন সাকিব আল হাসান।
মুমিনুল জায়গা হারিয়েছেন মূলত জটিল তিন নম্বর পজিশনের প্রতিযোগিতায়ই। কিন্তু যাদের কাছে হেরেছেন তারাও ভালো করতে পারেনি। ১৪ জনের স্কোয়াডে থাকা লিটন দাস ও তাসকিন আহমেদও একাদশের বাইরে। দুই বছর অপেক্ষার পর অবশেষে আবারও টেস্ট দলে ফিরেছেন নাসির হোসেন।
বিডি প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/ফারজানা