দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু দলের ওপরের সারির ব্যাটসম্যানেরা সম্পূর্নভাবে ব্যার্থতার পরিচয় দেন।
সৌম্য সরকার, ইমরুল কায়েস আর সাব্বির রহমানের দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন ৫০তম টেস্ট খেলতে নামা তামিম-সাকিব। সাকিব-তামিম জুটিতে স্কোরবোর্ডে যোগ হয়েছে ৮৬ রান। মধ্যাহ্ন বিরতির আগে এ রিপোর্ট লেখা অবধি ২৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেট হারিয়ে ৯৬ রান। তামিম ৩৩ রানে আর সাকিব ৪৮ রানে অপরাজিত আছেন।
অজি পেসার প্যাট কামিন্সের দারুণ ডেলিভারিতে প্রথম ৪ ওভারে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলের ওপেনিং ভূমিকায় নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন সৌম্য সরকার। ওপেনিং জুটি ভাঙে দলীয় ১০ রানের মাথায়। ব্যক্তিগত ৮ রানে ফেরার আগে দুটি বাউন্ডারির দেখা পান তিনি।
এরপর তামিমকে যোগ্য সঙ্গ দিতে পারেননি ইমরুল কায়েসও। দলীয় ১০ রানেই তিনি সাজঘরে ফেরেন। ইনিংসের চতুর্থ ওভারে মিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল। পরের বলেই উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের কাছে ক্যাচ দেন সাব্বির রহমান। দলীয় ১০ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ২৭ আগস্ট, ২০১৭/ তাফসীর