অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে বিপর্যয় কাটিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিং করছে বাংলাদেশ। ১০ রানেই সৌম্য সরকার, ইমরুল কায়েস আর সাব্বির রহমান আউট হওয়ার পর সাকিব আল হাসানের সঙ্গে প্রতিরোধ গড়েছিলেন তামিম ইকবাল।
চতুর্থ উইকেটে ১৫৫ রানের জুটি গড়ার পর আউট হন তামিম। ম্যাক্সওয়েলের ডেলিভারিতে ওয়ার্নারের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরার আগে ১৪৪ বলে ৭১ রান করে যোগ করেন তামিম।
এরপর সাকিবের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৮৪ রানে সাকিব আউট হওয়ার পর মাঠে নেমেছেন নাসির হোসেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৯০।
বিডি প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/ফারজানা