দলের বিপর্যয়ে বরাবরই হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এবার পারলেন না। চা বিরতির পরই সাজঘরে ফিরে গেলেন দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২১৮ রান। বর্তমানে ব্যাট হাতে ক্রিজে রয়েছেন নাসির হোসেন ও মেহেদি হাসান মিরাজ।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১০ রানেই একে একে ফিরে যান সৌম্য সরকার, ইমরুল কায়েস আর সাব্বির রহমান। এরপরই সাকিবকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম। তাদের ১৫৫ রানে জুটি ভাঙে দলীয় ১৬৫ রানে তামিমের আউট হওয়ার মধ্য দিয়ে। ব্যক্তিগত ৭১ রানে ফিরে যান এই টাইগার ওপেনার।
তামিমের পথ ধরে স্কোরবোর্ডে ২৩ রান যোগ হতেই ফিরে যান সাকিবও। শতক থেকে ১৬ রান দূরে থাকতে লিওনের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর নাসিরকে নিয়ে ইনিংস বড় করার দায়িত্ব পড়ে মুশফিকের ওপর। কিন্তু চা বিরতির পর লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৮। ৩৮ বলে ১১ রান নিয়ে ব্যাট করছেন দীর্ঘদিন পর দলে ফেরা নাসির হোসেন এবং ২২ বলে ৬ রান নিয়ে ব্যাট করছেন মিরাজ।
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/মাহবুব