ডব্লিউডব্লিউই-র দুনিয়া থেকেই বিশ্বজোড়া পরিচিতি দিয়েছে রেসলার ‘গ্রেট কালি’-কে। তবে একসময় একদম দরিদ্র ছিলেন। সেখান থেকে ঐশ্বর্য আর প্রাচুর্যের শিখরে পৌঁছেছেন তিনি।
তবে সেই যাত্রাপথটা মোটেই মসৃণ ছিল না। চড়াই-উতরাইয়ে সওয়ারি হয়েই খালি পৌঁছেছিলেন একদম খ্যাতির তুঙ্গে। এখন প্রতিষ্ঠিত তিনি। অখ্যাতি থেকে খ্যাতির মধ্যগগনে পৌঁছনোর মাঝেই অনেক কীর্তি করতে হয়েছিল গ্রেট কালিকে।
বলা হয়, ডব্লিউডব্লিউই দুনিয়ায় ভারতীয় সম্রাট তিনিই। মার্কিন মুলুকেও খালি যথেষ্ট সমাদৃত। রিংয়ের ভিতর বড় বড় নাম, প্রতিপক্ষকে অনেকবার বেকায়দায় ফেলেছেন ‘ভারতীয় দৈত্য’। তবে রিংয়ের বাইরে যথেষ্টই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে।
সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে, যেখানে কালিকে দেখা যাচ্ছে মেয়েদের ফ্রক পরে থাকতে। কেন হঠাৎ ফ্রক পরড়তে গিয়েছিলেন কালি? গল্পটা খুলে বলা যাক। জন্মদিন পালন করছিলেন হলিউডের অভিনেতা তথা কুস্তিগিড় রক। তাই পার্টি দিয়েছিলেন তিনি। সেখানে জিন্দার মাহাল-সহ একাধিক বড় নাম উপস্থিত ছিলেন। সেখানেই দেখা যায়, খালিকে মেয়েদের ফ্রক পরে আসতে। প্রথমে রক নিজেও চমকে গিয়েছিলেন।
আসলে পার্টিতে উপস্থিত সবাইকে আনন্দ দেওয়ার জন্য একেবারে অন্য অবতারে সেখানে হাজির হন কালি। পরে তাঁর সঙ্গে করমর্দন করতে দেখা যায় রক-কে। এতেই স্পষ্ট, রিংয়ে শত্রুতা থাকলেও বাইরে প্রত্যেকেই বন্ধু।
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান