মিরপুর টেস্টে তামিম-সাকিব জুটির ১৫৫ রানের জুটির উপর ভর করে প্রথম ইনিংসে খাদের কিনারা থেকে উঠে এসেছে মুশফিক বাহিনী। আর দিনের শেষ সেশনে মিরাজ-সাকিবের বোলিং ঘূর্ণিতে দিশেহারা হয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
তবে এদিন নতুন একটি রেকর্ড গড়লেন ড্যাশিং টাইগার ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অজিদের বিপক্ষে এ ইনিংসের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো টেস্টে একসঙ্গে ব্যাটিং করেন দুই ‘বন্ধু’। লাঞ্চ বিরতির পর তামিমের উইকেট পড়ার আগ পর্যন্ত এই চতুর্থ উইকেট জুটি সংগ্রহ করে ১৫৫ রান।
এই সংগ্রহ তাদের আগের গড়া ১৩২ রানের জুটিকে টপকে যায়। খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে তারা চতুর্থ উইকেটে ১৩২ রানের এ ইনিংস গড়েছিল। শেষ পর্যন্ত জুটি ভেঙে ১৪৪ বল খেলে তামিম ফেরেন ৭১ রানে। গ্লেন ম্যাক্সওয়েলের বলে আউট হওয়ার আগে ৫ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তামিম।
তামিমের ফেরার কিছু পরে সাকিবও আউট হয়ে যান। নাথান লায়নের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। ১৩৩ বলে ১১ চারে তার ব্যাট থেকে আসে ৮৪ রান। তামিম-সাকিবের অন্য জুটিতে রান এসেছে- ৩৮, ৪ ও ৪২।
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান