মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের বিপদে হাল ধরেছেন সাকিব আল হাসান। তাতে নিজেকে কিছুটা সান্ত্বনা দিতে পারলেও আশা জাগিয়ে শতক না পাওয়ার আক্ষেপও পোড়াচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে।
কারণ এই টেস্ট খেলার মধ্যদিয়ে ৫০টি টেস্ট খেলার মাইলফলকে পৌঁছেছেন সাকিব। রবিবার ম্যাচের মাত্র পঞ্চম ওভারে ক্রিজে আসেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। নিজের মতো করে খেলেই দূর করেন সব চাপ। তামিম ইকবালের সঙ্গে গড়েন ১৫৫ রানের দারুণ জুটি।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিব এগিয়ে যাচ্ছিলেন শতকের পথে। হঠাৎ লাফিয়ে উঠা বল তাড়া করতে গিয়ে থামেন ৮৪ রানে।
প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব বলছিলেন ১১টি চারে গড়া নিজের ইনিংস নিয়ে। “শতক না পাওয়ার আক্ষেপ আছে কী না? আক্ষেপ তো থাকবেই। করতে পারলে ভালো হতো। যতোটা করতে পেরেছি তাতে খুশি। তবে অবশ্যই আরো কিছু করতে পারলে তো আরো খুশি হতাম।”
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান