সাকিব আল হাসানের বলে রিভিউ নিয়ে হ্যান্ডসকমকে ফেরাতে পারেনি বাংলাদেশ। আর মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার পরও রিভিউ নিয়ে বাঁচে গেছে ম্যাট রেনশ। ফলে দিনের শুরুতে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক স্টিভেন স্মিথকে মিরাজ ফেরালেও এই দুইজনই এখন বাংলাদেশের লিড নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮৪ রান। ৩৩ রান নিয়ে ম্যাট রেনশ এবং ২৮ রান নিয়ে পিটার হ্যান্ডসকম ক্রিজে রয়েছেন।
এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে রবিবার ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে বিকালটা নিজেদের করে নেন টাইগাররা।
তার আগে অবশ্য ব্যাটিংয়ে নেমে অজি পেসার প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে দলীয় ১০ রানের তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে তামিম-সাকিবের ১৫৫ রানের জুটির উপর ভর করে প্রথম ইনিংসে ২৫০ রানের একটা সম্মানজনক স্কোর দাঁড় করে মুশফিক বাহিনী।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৭/মাহবুব