অধিনায়ক স্টিভেন স্মিথ আউট হওয়ার পর টাইগারদের মনে হচ্ছিল হয়তো এবার খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। উল্টো সেখান থেকে পিটার হ্যান্ডসকমকে নিয়ে প্রতিরোধ গড়েন ওপেনার ম্যাট রেনশ। ক্রিজে থাকাকালে সতীর্থ ৫ জনকে ফিরে যেতে দেখেছেন, কিন্তু নিজে ছিলেন অনড়। খেলছিলেন নিজের মতো করে। এর মধ্যে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার পরও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। তবে শেষ রক্ষা হয়নি। সাকিবের বলে স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে অর্ধশতক থেকে ৫ রান দূরে থাকতেই সাজঘরে ফিরে গেছেন এই ওপেনার। যদিও এর আগের ওভারেও তাইজুল ইসলামের বলে একই ধরনের ক্যাচ উঠেছিল স্লিপে। তবে সেটা আটকাতে পারেননি সৌম্য।
এদিকে, রেনশর উইকেট পতনের পরপরই লাঞ্চ বিরতিতে যায় দু'দল। ফলে বিরতিতে যাওয়ার আগেই বিপজ্জনক হয়ে উঠা রেনশকে (৪৫) ফিরাতে পারায় কিছুটা স্বস্তিতে থাকবে টাইগাররা। এর আগে অবশ্য রেনশকে যোগ্য সঙ্গ দেওয়া ৩৩ রান করা হ্যান্ডসকমকে ফিরিয়েছেন তাইজুল। ফলে বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ১২৩ রান। ৮ রানে থাকা গ্লেন ম্যাক্সওয়েল ও ৫ রানে অপরাজিত থাকা ম্যাথু ওয়েড বিরতির পর আবারও ব্যাটিংয়ে নামবেন।
এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে ২৫০ রানের জবাবে রবিবার ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে বিকালটা নিজেদের করে নেন টাইগাররা।
তার আগে অবশ্য ব্যাটিংয়ে নেমে অজি পেসার প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে দলীয় ১০ রানের তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে তামিম-সাকিবের ১৫৫ রানের জুটির উপর ভর করে প্রথম ইনিংসে ২৫০ রানের একটা সম্মানজনক স্কোর দাঁড় করে মুশফিক বাহিনী।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৭/মাহবুব