ভারত ও পাকিস্তানের মধ্যকার কঠিন প্রতিদ্বন্দ্বিতা টেস্ট ক্রিকেটের মান বাড়াবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। রাজনৈতিক কারণে দীর্ঘ দিন যাবত টেস্ট খেলছে না দেশ দুটি।
ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকাকে আকিব বলেন, ‘ঐতিহাসিকভাবেই ক্রিকেটে দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। অ্যাশেজসহ ভারত-পাকিস্তান ম্যাচ টেস্ট ক্রিকেটকে জাগিয়ে তুলতে পারে। উভয় দেশের সরকারেরই উচিত রাজনৈতিক উত্তেজনা থেকে ক্রীড়াঙ্গনকে দূরে রাখা এবং শীর্ষ পর্যায়ের ক্রিকেট উপভোগ করতে ভক্তদের সুযোগ দেয়া।
এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আগামী ভারত-পাকিস্তান ম্যাচ কতটা বড় আকার ধারণ করবে একবার চিন্তা করুন। আইসিসির উচিত এ দিকে নজর দেয়া এবং কিছুটা শিথিলতা আনতে ভারতীয় বোর্ডকে চাপ দেয়া।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসাটা অত্যন্ত আনন্দের। পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অনন্য অবদান রাখছে।’
১৯৯০ দশকে পাকিস্তান পেস আক্রমণের একজন আকিব বলেন, ‘আগামী মাসে বিশ্ব ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ আরও বেশি ম্যাচের দরজা খুলে দেবে। একটা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের পাকিস্তান সফর কিংবা পাকিস্তান দলের ভারত সফর কতটা আকর্ষণীয় হতে পারে একবার কল্পনা করুন। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে, খেলধুলাকে রাজনৈতিক ইস্যুতে জড়ানো হচ্ছে।’
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৭/এনায়েত করিম