শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ দুই ম্যাচে হেসেছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাট। আর এই রানের মধ্য তার দলে থাকা নিয়ে যে বিতর্ক উঠছিল, তা ক্ষণিকের জন্য হলেও ধামাচাপা দিতে পেরেছেন তিনি। তবে তাঁর পারফরম্যান্স নিয়ে এখনও সন্তুষ্ট নয় অনেকে।
তাদের মতে, ধোনি উইকেটে টিকে থেকে ভরসা জোগাচ্ছেন ঠিকই, তবে প্রত্যাশিত রান পাচ্ছেন না। এমনকী, ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এও শোনা যাচ্ছে, ধোনির দিন শেষ।
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার দলে থাকবেন কি না, তা নিয়েই সংশয় রয়েছে অনেকের। এ অবস্থায় সাবেক সতীর্থের পাশে দাঁড়ালেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।
ভারতের একটি গণমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে শেবাবগ বলেন, ধোনির ‘যোগ্য বিকল্প’ এখনও পায়নি ভারতীয় দল। এরপর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, ‘‘আমি মনে করি না বর্তমান সময়ে কেউ ধোনির জায়গা নিতে পারবে। ঋষভ পন্থ ভাল, কিন্তু ওর আরও সময় দরকার। আর সেটা ২০১৯ সালের মধ্যে সম্ভব নয়। পরবর্তী বিশ্বকাপের পর ধোনির বিকল্পের কথা ভাবা যেতে পারে। ততদিনে পন্থকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে।’’
ধোনিকে সেরা ম্যাচ ফিনিশার বলেও মনে করেন শেবাগ। তার মতে, ধোনির পারফরম্যান্স নিয়ে না ভেবে ভক্তদের উচিত তার জন্য প্রার্থনা করা, যাতে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত সে ফিট থাকতে পারে। এই মুহূর্তে ভারতীয় দলের সেরা উইকেটরক্ষকের জায়গাতেও ধোনিকেই রাখছেন শেবাগ।
অনেক বিশেষজ্ঞ বলেছেন, উইকেট রক্ষণে এবার ধোনির বদলে লোকেশ রাহুলকে আনার কথা। তবে শেবাগের সাফ কথা, আপাতত তেমন কোনো প্রয়োজন তিনি দেখেন না।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৭/মাহবুব