পাল্লেকেলেতে ব্যাটিং করার সময় বুড়ো আঙ্গুলের হাড়ে চিড় ধরায় শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। লংকান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজ সোমবার এ কথা জানানো হয়েছে।
রবিবার সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা চান্ডিমাল ভারতীয় পেসার হার্ডিক পান্ডিয়ার একটি বাউন্সার মোকাবেলা করতে গিয়ে ইনজুরিতে পড়েন।
পাঁচ ওয়ানডে সিরিজে রবিবারের দিবা-রাত্রির ম্যাচে ছয় উইকেটে জয়ী হয়ে সফরকারী ভারত ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডান হাতের বুড়ো আঙ্গুলে চিড় ধরায় সিরিজের বাকি ম্যাচে আর খেলতে পারবেন না টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল।’
এ ব্যাটসম্যান কলম্বোতে একজন বিশেষজ্ঞ পরামর্শকের শরনাপন্ন হবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বৃহস্পতি ও রোববার কলম্বোতে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর একমাত্র টি-২০ ম্যাচে ৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল।
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৭/এনায়েত করিম