আর মাত্র ১৪ বল বাকি দ্বিতীয় দিনের শেষ সেশনের। কিন্তু ধৈর্য হারালেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। অজি স্পিনার আগারের বল উড়িয়ে মারতে গিয়ে উসমান খাজার হাতে তালুবন্দি হলেন সৌম্য। বলতে পারেন শেষ বিকেলে সৌম্যের আত্মাহুতি! আর বাংলাদেশ পুড়লো শেষ বিকেলে উইকেট হারানোর আক্ষেপ নিয়ে।
কিন্তু আজ সৌম্যের শুরুটা দেখে মনে হচ্ছিল প্রথম ইনিংসের ব্যর্থতার তিলক দ্বিতীয় ইনিংসে মুছে দেবেন। বেশ দেখে শুনেই খেলছিলেন তিনি। বল খেলেছেন ৫৩টি, যেখানে চারের মার ছিল ৩টি। অবশ্য একবার কপাল গুণে বেঁচে গেছেন স্টাম্পে বল লেগেও বল না পরায় আউট হননি। আর উসমান খাজাও তাকে ক্যাচ ধরেছেন তিনবারের চেষ্টায়। কিন্তু বারবার তো আর কপাল গুণে বাঁচা সম্ভব নয়।
তবে শেষ বিকেলে এমন উড়িয়ে মারার কি কোনও প্রয়োজন ছিল সৌম্যের ভক্তদের হৃদয়ে কিন্তু সেই প্রশ্ন থেকেই গেল। প্রশ্ন উঠছে সৌম্যের একাদশে থাকা নিয়েও। সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে চরম আলোচনা-সমালোচনা।
অবশ্য নাইট ওয়াচম্যান তাইজুলকে নিয়ে দৃঢ়তার সঙ্গে দিনটি পার করেছেন ওপেনার তামিম ইকবাল। ৮৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
বিডিপ্রতিদিন/ ২৮ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান