ই-মেইলের মাধ্যমে সফররত অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে হুমকি দেয়া তরুণকে আটক করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী থেকে সেই তরুণকে আটক করা হয়। পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ ঘটনা নিয়ে মন্তব্য করতে রাজি হননি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ব্যবস্থাপক কেট হ্যাচিনসন। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও কোনো মন্তব্য করা হয়নি। হুমকির বার্তায় কি লেখা ছিল কিংবা কোন ই-মেইল ঠিকানায় পাঠানো হয়েছে তা এখনো জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোনো সদস্য কিংবা অস্ট্রেলিয়ার হাইকমিশনের ই-মেইল ঠিকানায় তা পাঠানো হয়েছে। তরুণের নামও গোপন রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৭/ফারজানা