গত ডিসেম্বরে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের রেশ এখনও কাটেনি। জাতীয় দল থেকে সপ্তাহ তিনেকের ছুটি নিয়ে ইতালিতে গিয়ে বিয়েটা সেরেছিলেন গত ডিসেম্বরে। এরপর ভারতের মুম্বাই ও দিল্লিতে রিসেপশনের আয়োজন করা হয়। আপাতত দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত বিরাট। অন্যদিকে, স্বামী বিরাটের পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা উড়ে এসেছেন অানুশকা শর্মাও। নতুন বছরের উদযাপন পর্ব ভালভাবেই সারছেন নবদম্পতি। তবে এর মাঝেই বিরাটের একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল।
ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় একটি শপিং মলে অানুশকাকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছেন বিরাট। যেখানে আবার ৫০ শতাংশ শীতকালীন ছাড় দেওয়া হচ্ছে। এমন ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ট্রোল করতে শুরু করেছেন হাইপ্রোফাইল দম্পতিকে। কটাক্ষ করে একজন লিখেছেন, 'জোড়া রিসেপশনে এত খরচের পর ছাড়েই জিনিসপত্র কিনতে হবে ডার্লিং।’
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৭/মাহবুব