আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আশিস নেহরার পর কোচিংয়ের দায়িত্বে গ্যারি কার্স্টেনকে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতের সাবেক এই জাতীয় কোচ বেঙ্গালুরুর ব্যাটিং কোচ হিসাবে কাজ করবেন। আর সদ্য অবসর নেওয়া নেহরা যোগ দিচ্ছেন বোলিং কোচ হিসাবে। তবে হেড কোচ হিসাবে থেকে গেলেন ড্যানিয়েল ভেট্টোরি।
সূত্রের খবর, দুই সাবেক ক্রিকেটার কোচের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে দলের মেন্টরেরও কাজ করবেন। আরও একবার কোচের দায়িত্বে থেকে যাওয়ায় দারুণ খুশি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। তবে সবথেকে বেশি উৎসাহিত কার্স্টেন এবং নেহরার সঙ্গে কাজ করতে পারবেন বলে।
ভেট্টোরি জানিয়েছেন, “আরও একবার বেঙ্গালুরুর দায়িত্ব পাওয়ায় খুশি। তবে বেশি খুশি, এবার আমি সঙ্গে পাচ্ছি কার্স্টেন এবং নেহরার মতো ক্রিকেটারকে। ওদের দু’জনকেই দলে স্বাগত জানাচ্ছি। কার্স্টেন এবং নেহরা দলের সঙ্গে যোগ দেওয়ায় আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দু’জনেই দারুণ অভিজ্ঞ। তার উপর নেহরা সদ্য ক্রিকেট ছেড়েছে। বর্তমান ক্রিকেট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। আর কার্স্টেন তো ভারতেরই কোচ ছিলেন একসময়। তা ছাড়া কিছুদিনও আগেও আইপিএলের সঙ্গে জড়িত ছিলেন। ওদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে।”
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর