অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, চতুর্থ টেস্টে এমসিজির উইকেট নিয়ে আইসিসি সমালোচনা গ্রাউন্ড কিউরেটরদের জন্য সতর্কতা সংকেত। তাদের এখনই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
বক্সিং ডে টেস্ট-এর ভেন্যু এমসিজির উইকেট বিষয়ে ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি বলেছে, 'ড্রপ-ইন পিচ ছিল নিম্নমানের।' সেটাও মেনেও নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)।
স্মিথ বলেছেন, এটি সতর্কতা সংকেত। আমরা দেখবো পরের বছর পর্যন্ত তারা কী করে। অবশ্যই আবার তারা 'নিম্নমানের উইকেটের' তকমা পেতে চায় না।
বক্সিং ডে টেস্টে হাজারের উপর রান উঠেছে। কিন্তু উইকেট পড়েছে মাত্র ২৪টি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাসেজ সিরিজের অপরাপর টেস্টগুলোর ফল হয়েছে। কিন্তু মেলবোর্নের অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টটি ড্র হয়েছে। পর্যালোচনার পর আগামীকাল বৃহস্পতিবার তিনটি ডিমেরিট পয়েন্ট আসতে পারে এ জন্য। পাশাপাশি এক বছরের জন্য ওই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেও আসতে পারে নিষেধাজ্ঞা। সূত্র : এবিসি
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৮/ফারজানা