দারুণ এক সময় পার করছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২১ রানের বড় ব্যবধানে পরাজিত করে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে বিরল এক রেকর্ডও গড়েছে টিম নিউজিল্যান্ড।
বুধবার মাউন্ট মাংগানুইয়ের বে ওভালে আগে ব্যাটিংয়ে নেমে চার-ছক্কার ঝড় তুলে কিউইরা। উদ্বোধনী জুটিতে ১৩৬ রান তোলেন টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি সেঞ্চুরি করা কলিন মুনরো এবং মার্টিন গাপটিল। এই দু'জনের পর ব্যাটিংয়ে নামা বাকি পাঁচজনও ছক্কা হাঁকায়। আর তাতেই বিরল এক ইতিহাস গড়ে নিউজিল্যান্ড।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে কোনো দলের প্রথম সাতজন ব্যাটসম্যানই ছক্কা হাঁকানোর কীর্তি গড়েনি। সেই পাতায় প্রথম লেখায় কিউইরা। মুনরো ১০ এবং গাপটিল দুটি ছক্কা হাঁকান। এছাড়া কিউইদের হয়ে একটি করে ছক্কা হাঁকান কেন উইলিয়ামসন, টম ব্রুস, আনারু কিচেন, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। আর তাতেই ইতিহাস গড়ে নিউজিল্যান্ড।
উল্লেখ্য, এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ