১৭তম রাউন্ড পর্যন্ত শীর্ষে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু হঠাৎ করে শুরুর ছন্দ হারিয়ে চট্টগ্রাম আবাহনী পিছিয়ে পড়ে শিরোপা লড়াই থেকে। এ কারণেই কোচ সাইফুল বারী টিটোকে ছাঁটাই করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
শেষ তিন রাউন্ডে দলটির সংগ্রহ মাত্র এক পয়েন্ট। মুক্তিযোদ্ধার পর তারা হেরেছে শেখ জামালের কাছে। এই হারে লীগ শিরোপা অনেকটা হাতছাড়া হয়ে গেছে গতবারের রানার্সআপদের। এতেই ক্ষুব্ধ হয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন দলটির কর্মকর্তারা।
কোচ বরখাস্ত করার খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ। তিনি বলেন, ‘লীগে দলের পারফরম্যান্স শেষ দিকে খারাপ হওয়ার কারণে ক্লাব কর্তৃপক্ষ টিটুকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’
এছাড়া নতুন কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত জুলফিকার মাহমুদ মিন্টু ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডার।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব নেয়ার মধ্যদিয়ে ২০১১-১২ মৌসুমে প্রিমিয়ার লীগে কোচিং শুরু করেছিলেন সাইফুল বারী টিটু। গত প্রিমিয়ার লীগে আরামবাগ ক্রীড়া সংঘের দায়িত্বে ছিলেন জাতীয় দলের সাবেক এ কোচ। মাঝে এক মৌসুম ছিলেন মোহামেডানে। আরামবাগ থেকে চলতি মৌসুমে চট্টগ্রাম আবাহনীর ডাগ-আউটে দাঁড়ান এই কোচ। তার অধীনে দারুণ মৌসুম শুরু করা চট্টগ্রাম আবাহনী ফেডারেশন কাপের ফাইনাল খেলে।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি ২০১৮/ এনায়েত করিম