কোমরের ব্যথা অ্যান্ডি মারের ক্যারিয়ারটিকেই হুমকির মুখে ফেলেছে। গত বছর ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন ব্রিটেনের এই টেনিস তারকা। বছর শেষ হলেও ব্যথা ছেড়ে যায়নি। সেই ব্যথার জন্যই এবার অস্ট্রেলিয়ান ওপেনে নাম প্রত্যাহার করে নিয়েছেন মারে।
গ্রান্ড স্লামের লড়াইয়ে মারে খুবই আশাবাদী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যটাকে মেনে নিয়েছেন। ধারণা করা হচ্ছে কয়েকমাস তাকে সাইডলাইনে বসেই কাটাতে হবে। তাকে সার্জারি করাতেও হতে পারে। তবে এ বিষয়ে মারের খুব একটা আগ্রহ নেই।
মারে বলেন, 'দুঃখজনক যে আমি এ বছর মেলবোর্নে খেলছি না। আমি গ্রান্ড স্লামের লড়াইয়ে নামতে প্রস্তুত নই। আমি এখন বাড়ি ফিরে যাব। কিছু সময় সেখানে থেকে কী করা যায় তা নির্ধারণ করবো। শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ। আশা করছি দ্রুত খেলায় ফিরব।' সূত্র : এবিসি
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৮/ফারজানা