নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হতে হল ভারতের অন্যতম পেস বোলার মোহম্মদ শামিকে। শামি যে ছবিটি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন সেটা ছিল একটি শিবলিঙ্গের ছবি। যা ফুল দিয়ে সাজানো ছিল। ছবিতে সেই সঙ্গে লেখা ছিল ২০১৮। এরপরই ট্রোলড হতে শুরু করেন তিনি।
কেন শামি শিব লিঙ্গের ছবি দিয়েছেন, তা নিয়েও উঠতে থাকে প্রশ্ন। সেখানে কেউ লেখেন, ‘আমি শামিকে ঘৃণা করি’। আবার কেউ লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা জানানোনর সঙ্গে সঙ্গে শিব লিঙ্গকেও নিজের বানিয়ে নিলে।’’ কারও পোস্ট, ‘‘একটু তো লজ্জা কর।’’ এভাবেই ছেয়ে যায় শামির শুভেচ্ছাবার্তা।
উল্লেখ্য গত বছরও শামি তার কন্যা সন্তানের জন্মদিনের ছবি পোস্ট করেছিলেন স্ত্রীর সঙ্গে সেখানে তার স্ত্রীর পরনে হিজাব ছিল না। তা নিয়েও ট্রোলড হতে হয়েছিল শামিকে। সেখানে দাবি করা হয়েছিল জন্মদিন পালনটা ইসলাম বিরোধি। এবার অবশ্য পরে সেই টুইট তুলে নেন শামি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর