কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে সেল্তা ভিগোর বিপক্ষে হোচট খেয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার ১-১ গোলে ড্র করে নিজেদের মাঠে কাতালান দলটিকে রুখে দিয়েছে তারা।
স্প্যানিশ কাপের এই ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসকে ছাড়াই মাঠে নামে বার্সা। খেলার ১৫তম মিনিটেই দলকে এগিয়ে নেন তরুণ উইঙ্গার হোসে আরনাইস। তবে ৩১তম মিনিটেই জোরালো শটে সেল্তাকে সমতায় ফেরান ডেনমার্কের ফরোয়ার্ড পিয়োনে সিস্তো।
আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলতে থাকলেও পরে কোনো দলই আর দলের দেখা পাইনি।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম