কোপা দেল রের শেষ ষোলার প্রথম লেগে দ্বিতীয় সারির দল নুমানসিয়াকে হারিয়েছে ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে স্প্যানিশ কাপের ম্যাচে এই জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল জিনেদিন জিদানের দল।
স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের ম্যাচে দ্বিতীয় সারির দল নামান জিদান। খেলার ৩৪তম মিনিটে লুকাস ভাসকেসকে স্বাগতিকদের কার্লোস গনসালেস ফাউল করলে স্পট কিকের নির্দেশ দেন রেফারি। পেনাল্টিতে রিয়ালকে এগিয়ে নেন গ্যারেথ বেল। ৮৯তম মিনিটে কার্লোস গুতিয়ারেস ভাসকেসকে ডি-বক্সে ফাউল করলে আবার পেনাল্টি পায় রিয়াল। এবার পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইসকো। পরে যোগ করা সময়ে হেড করে দলের তৃতীয় গোলটি করেন মায়োরাল। ফলে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যবধানের জয় তুলে নেয় রিয়াল।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম