ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। দলটির প্রধান নির্বাহী হেমন্ত দুয়া বৃহস্পতিবার টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
জানানো হয়েছে, ভারতের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। বিসিসিআইয়ের নতুন গঠনতন্ত্রের ।নুযায়ী তাই আইপিএলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি। ফলে গত আইপিএল শেষে দিল্লির কোচের পদ থেকে সরে দাঁড়ান সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান।
এদিকে, আইপিএলে কোচ হিসেবে পন্টিংয়ের রেকর্ডটাও দারুণ। এর আগে ২০১৫ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়ী দলের কোচ ছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হলে সেটি আর নবায়ন করেনি মুম্বাই।
আগামী ২৭ ও ২৮ জানুয়ারি হবে আইপিএলের নিলাম।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ