নভেম্বরে শ্রীলঙ্কার জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়া থিসারা পেরেরাকে বরখাস্ত করা হয়েছে। গত ১০ ডিসেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে তাকে ওই দায়িত্ব দেয়া হয়। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
কিন্তু নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে আর অধিনায়ক হিসেবে চান না। আগামী ৯ জানুয়ারি নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। থিসারায় জায়গায় আসতে পারেন অ্যাঞ্জেলো ম্যাথুস কিংবা দিনেশ চান্ডিমাল।
২০১৭ সালে ওয়ানডেতে শ্রীলঙ্কা দলকে থিসারার আগে নেতৃত্ব দেন পৃথক ছয় জন খেলোয়াড়। এরা হলেন অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, দিনেশ চান্দিমাল এবং চামারা কাপুগেদারা। থিসারার তাও কপাল ভালো। অধিনায়কত্ব হারালেও দলের সঙ্গে আছেন। কিন্তু গত বছর জাতীয় দলের অধিনায়কত্ব করা মালিঙ্গাতে এবারে প্রাথমিক দলেও জায়গা পাননি।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা