নিউল্যান্ডসে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে ২৮৬ রানে গুটিয়ে গেলে প্রোটিয়াবাহিনী৷ তবে অল্পের জন্য ইনিংস পঞ্চমবার পাঁচ উইকেট হল না ভুবনেশ্বর কুমারের৷
ইনিংসের প্রথম পাঁচ ওভারে প্রোটিয়া টপ-অর্ডারের তিনটি উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার৷ কিন্তু এবি ডি’ভিলিয়ার্স ও ফ্যাফ ডু’প্লেসির ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা৷ কিন্তু এরপরও তিনশোর গণ্ডি টপকাতে পারল না দক্ষিণ আফ্রিকা৷
এবিডি ৬৫ ও ডু’প্লেসি ৬২ রান করে প্যাভিলিয়নে ফেরেন৷ জাসপ্রীত বুমরাহ সহজ ডেলিভারি লাইন মিস করে বোল্ড হন ডি’ভিলিয়ার্স৷ বুমরাহের প্রথম টেস্ট শিকার এবিডি৷ এদিন টেস্ট অভিষেক হয় ভারতের ডানহাতি পেসারের৷ আর হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পিছনে ক্যাচ গিয়ে আউট হন প্রোটিয়া ক্যাপ্টেন৷ম্যাচে পাঁচটি ক্যাচ নিয়ে নজর কাড়েন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।প্রথম দিন সফল ভারতের বোলাররা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর