সময়টা মোটেও ভালো যাচ্ছে না আর্সেনালের। এ নিয়ে বারবারই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। তারই জেরে অনেক দিন ধরেই তাকে কোচের পদ থেকে সরানোর দাবিতে সোচ্চার আর্সেনাল সমর্থকরা। তবে ওয়েঙ্গার কখনোই দায়িত্ব ছাড়ার ব্যাপারে আগ্রহ দেখাননি। কিন্তু এবার পরিস্থিতি পাল্টেছে। রবিবার রাতে নর্টিংহ্যাম ফরেস্ট এফসির বিপক্ষে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে আর্সেনাল বিদায় নেয়াটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ওয়েঙ্গার।
এ ব্যাপারে ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, আরও দু’বছর চুক্তি থাকলেও ম্যাচ শেষ হওয়ার পরেই আর্সেনাল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ওয়েঙ্গার। তবে তিনি শর্ত দিয়েছেন, ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী মিকেল আর্তেতা যদি আর্সেনালের দায়িত্ব নিতে রাজি হলেই তিনি সরবেন।
তিন ম্যাচ নির্বাসিত থাকায় রিজার্ভ বেঞ্চে বসতে পারেননি ওয়েঙ্গার। গ্যালারি থেকেই তিনি দেখলেন দলের বিপর্যয়। হতাশ ওয়েঙ্গার বলেছেন, ‘গ্যালারি থেকে এভাবে হারতে দেখা অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমরা কখনোই জেতার মতো খেলিনি।’
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ