নির্বাচনের জন্য ২০০৯ সালে ভারত ছেড়ে আইপিএলের ঠাঁই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এক দশক পরে ফের ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা। ভারতে নয়, আইপিএল ফের হতে পারে দক্ষিণ আফ্রিকায়।
চলতি বছর ভারতে জাঁকজমকে আইপিএলের আসর বসছে। তবে আগামী বছর যে ভারতে হবে এই ক্রিকেট কার্নিভ্যাল, তা নিয়ে ঘোর সন্দিহান অনেকেই। কারণ ২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচন। দিল্লির মসনদ দখলের লড়াইয়ে দেশ ছাড়তে হতে পারে আইপিএলকে।
লোকসভা নির্বাচন হলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমস্যা হতে পারে। এমন দিক বিবেচনা করেই অগ্রিম সমস্ত অপশন খতিয়ে দেখছেন বোর্ডের কর্তারা। সেখানেই বিকল্প ভেন্যু হিসেবে উঠে আসছে দক্ষিণ আফ্রিকার নাম। তবে এখন কোনও কিছুই চূড়ান্ত নয়। বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও আইপিএল আয়োজনে প্রস্তুত।
ভারতের প্রথমসারির এক প্রচারমাধ্যমে বলা হয়েছে, এপ্রিল-মে মাসে গোটা ভারত জুড়েই নির্বাচনী হাওয়া থাকবে। এর পরেই আইপিএলে নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয় পুরোপুরি। তবে বোর্ড কর্তাদের পছন্দ দক্ষিণ আফ্রিকা হলেও এখন প্রশ্ন একটাই। ভারতের মতোই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় নির্বাচন।
সেক্ষেত্রে দ্বিতীয় বিকল্প হিসেবে ভেসে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম। চার বছর আগে অর্ধেক টুর্নামেন্ট খেলা হয়েছিল ইউএইতে। এদিকে সূত্রের খবর, আইপিএল কিছুটা এগিয়ে আনা হতে পারে। কারণ, একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলশে। আপাতত বোর্ড কর্তারা কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেট সমর্থকরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর