যুব বিশ্বকাপের মূল আসরের আগে শেষবারের মত নিজেদের প্রস্তুতি সাড়তে পারলা না বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় যুব বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আফগানিস্তানের কাছে ৫৬ রানে হেরেছিলো বাংলাদেশ।
আগামী ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন আসরে গ্রুপ পর্বে ‘সি’তে রয়েছে বাংলাদেশ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনই নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৫ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে লড়বে টাইগাররা। ১৮ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম