কঠিন লড়াই করেই ফরাসি লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে নেইমারের পিএসজি।
ম্যাচের অধিকাংশ সময় নিয়মিত গোলরক্ষককে ছাড়া খেলা আমিয়াঁর বিপক্ষে বেশ লড়াই করতে হলো উনাই এমেরির দলকে।
তবে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালে আমিয়াঁর মাঠে শেষ পর্যন্ত নেইমার ও আদ্রিওঁ রাবিওর গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাভানিরা।
দারুণ ছন্দে থাকা পিএসজির আক্রমণভাগকে বিরতির আগ পর্যন্ত ঠেকিয়ে রাখতে পারলেও এর মাঝেই বড় ধাক্কাটা খায় লিগ ওয়ানের টেবিলে ১৩তম স্থানে থাকা আমিয়াঁ। ৩৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ফরাসি গোলরক্ষক রেসিচ।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডই ফাউলের শিকার হলে পেনাল্টিটা পায় তারা।
৭৭তম মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।
বিডিপ্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান