আইপিএলে ২০০৮ সাল থেকে ২০১০ সাল থেকে রাজস্থান রয়্যালস এবং ২০১১-১৭ সাল পর্যন্ত কেকেআরে সুনামের সঙ্গে খেলেছেন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। মারকুটে এই অলরাউন্ডারকে এবার ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
তবে এবারের আইপিএলের নিলামে অনেকটা কম বেস প্রাইজে পাওয়া যাবে ইউসুফ পাঠানকে। পাঠানদের বড় ভাইয়ের এবার বেস প্রাইস হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা।
কিন্তু গতবছর ঘরোয়া টুর্নামেন্টে ডোপিংয়ের অভিযোগে পাঠানকে সাসপেন্ড করেছিল বিসিসিআই। নিষিদ্ধ ড্রাগ কেন খেয়েছিলেন সেই তথ্য বিসিসিআইকে জানাতে হয়েছিল ভারতের সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠানকে।
পাঠানের সেই বক্তব্যে সন্তুষ্ট হয়ে বিসিসিআই মাত্র পাঁচ মাস সাসপেন্ড করে ছেড়ে দেয় তাঁকে। ১৪ জানুয়ারি পাঠানের ওপর থেকে নির্বাসনের খাঁড়া উঠে যাচ্ছে। ফলে তার আইপিএল খেলার পথও খুলে গেছে। বোর্ডের এই সিদ্ধান্তের পর আইপিএল নিলামে ইউসুফ পাঠানের ওপর নজর রাখছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর