ব্রাজিলে অপরারেশন শেষে বর্তমানে ফেরার অপেক্ষায় আছেন বিশ্বসেরা ফরোয়ার্ড নেইমার। এদিকে বিশ্বকাপের প্রস্ততি ম্যাচে শুক্রবার স্বাগতিক রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে সেই ম্যাচে নামছেন না দলের প্রধান তারকা খেলোয়াড় নেইমার। তার অনুপস্থিতির প্রভাব দলে পড়বে বলেও মনে করছেন সতীর্থরা।
এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রাজিল দলের দুই সদস্য ডগলাস কস্তা ও কাসেমিরো। তারা নেইমারের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন।
এদিকে, ২৭ মার্চ জার্মানির বিপক্ষে মাঠে নামবে টিম ব্রাজিল। বিশ্বকাপ শুরুর আগে অন্তত আরও দুইটি প্রস্ততি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।
বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ