মাত্র ৪২ বছর বয়সে চলে গেলেন 'রাউলপিণ্ডি এক্সপ্রেস' শোয়েব আখতার! এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খোদ রাউলপিণ্ডি এক্সপ্রেস জানালেন, এটা কি জোকস! দারুণ চেষ্টা!
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। আশান কামাল পাশা নামে এক পাকিস্তানি ফেসবুকে পোস্ট করেন, দুঃসংবাদ। আজ সকালে একটি ফলের দোকানের সামনে শোয়েব আখতার(রাউলপিণ্ডি এক্সপ্রেস) মারা যান। বয়স হয়েছিল মাত্র ৪২।
এই খবর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। মৃত্যুর খবর শোয়েব আখতারের কাছে এসে পৌঁছায়। তবে নিজের মৃত্যুর গুজব খবরের প্রতিক্রিয়া দিলেন একবারে নিজের মতো করে। টুইটারে শোয়েব লেখেন, প্রতিদিন সেই ফলের দোকানে কাছ দিয়ে পাশ হই। এটি কি জোকস ছিল! দারুণ চেষ্টা করেছো ভাই।
প্রসঙ্গত, এর আগে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের মৃত্যু ঘিরে গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। শেষে তিনিও টুইট করে প্রমাণ করেন দিব্যি বেঁচে আছেন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর