কেপটাউন টেস্টে বল টেম্পারিং (বিকৃতি) কেলেঙ্কারি ইস্যুতে চাপের মুখে পড়েছে অজি ক্রিকেটাররা। নক্কারজনক এই ঘটনার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এরই মধ্যে প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি টেস্টে নেতৃত্বের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন স্মিথ। ডেপুটি ওয়ার্নারও সহঅধিনায়কের দায়িত্ব থেকে সরে গেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বল বিকৃতির ঘটনার তদন্ত শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও।
এদিকে অভিযুক্ত স্টিভ স্মিথকে আইপিএলে রাজস্থান রয়্যালসের নেতা হিসেবে দেখা যাবে কিনা সেই নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা অবশ্য জানিয়ে দিলেন স্মিথ ইস্যুতে আইসিসি’র রায়ের দিকেই তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনই স্মিথের ব্যাপারে আইপিএলের ফ্যাঞ্চাইজি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চায় না।
উল্লেখ্য, ১২ কোটি টাকা খরচ করে একাদশ আইপিএলের জন্য অজি অধিনায়ক স্টিভ স্মিথকে রিটেন করে রাজস্থান ফ্যাঞ্চাইজি। মূলত অধিনায়ক হিসেবে তার কাধে দায়িত্ব তুলে দেওয়ার জন্যই স্মিথকে রিটেনশনের কথা ভাবে রাজস্থান। এখন যদিও বল ট্যাম্পারিংয়ের মতো গুরুতর অভিযোগ অভিযুক্ত ক্রিকেটারের হাতে নেতৃত্ব তুলে দিতে নারাজ এই ফ্যাঞ্চাইজি। কারণ একটাই, ইতিমধ্যেই দু’বছরের নির্বাসন কাটিয়ে এই মরশুমেই আইপিএলে ফিরেছে রাজস্থান। ফের নতুন করে কোনো বিতর্ক এড়াতেই স্মিথকে অধিনায়ক না-করে বিকল্প কোনো ক্রিকেটারকে নেতা করার পথে হাঁটতে পারে এই ফ্যাঞ্চাইজি।
বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ