পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আঙুলে চিড় ধরা পড়ায় খেলা হয়নি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাই আজ বুধবারই দেশের উদ্দেশে বিমান ধরেছেন সাকিব।
জানা গেছে, আজই দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে রাত ১১টায় তার দেশে পৌঁছানোর কথা। কখন অস্ত্রোপচার করাবেন সেটা খুব শিগগিরই জানা যাবে।
এশিয়া কাপের আগেই অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন। কিন্তু দলের প্রয়োজনে পেইন কিলার টেবলেট খেয়ে ও ইনজেকশন নিয়ে খেলে যাচ্ছিলেন। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আঙুল ফুলে যাওয়ায় ব্যাটই ধরতে পারছিলেন না সাকিব। ফলে একাদশেও রাখা হয়নি তাকে।
তবে সাকিব চলে আসায় শেষ পর্যন্ত আর এশিয়া কাপেই খেলা হচ্ছে না তার। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠলেও বাংলাদেশকে নামতে হবে সাকিবকে ছাড়াই।
বিডি-প্রতিদিন/ ই-জাহান