বাংলাদেশের দেওয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খুইয়েছে পাকিস্তান। দলটির উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান মিরাজের প্রথম ওভারের পঞ্চম বলেই রুবেল হোসেনের হাতে তালুবন্দি হন।
স্কোরবোর্ডে পাকিস্তানের রান তখন মাত্র ৩। মিড অনে ক্যাচ আউট হওয়ার আগে ৪ বলে মাত্র ১ রান সংগ্রহ করেন ফখর জামান।
আর মুস্তাফিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন বাবর আজম। আউট হওয়ার আগে ৩ বলে ১ রান করেন বাবর।
এর অাগে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুনের ব্যাটে ভর করে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
কিন্তু উদ্বোধনী জুটি তার আস্থার প্রতিদান দিতে পারেনি। দলীয় ৫ রানের মাথায় ০ রানে সাজঘরে ফিরেন সৌম্য। এরপর ১২ রানের মাথায় পরপর দুই উইকেটের পতন। মুমিনুল ৫ রান করে বোল্ড হন শাহিন শাহের বলে। আর ৬ রানে জুনায়েদ খানের শিকারে পরিণত হন লিটন দাস। সেখান থেকে ১৪৪ রানের জুটি গড়েন মোহাম্মদ মিথুন ও মুশফিকুর রহিম। মিথুন ফিরেন ৬০ রানে। তবে অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মুশফিক ৯৯ রানে আউট হন তিনি।
পাকিস্তানের হয়ে জুনায়েদ খান ৪টি, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী ২টি শাদাব খান ১টি উইকেট নিয়েছেন।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, জুনায়েদ খান ও শাহিন শাহ আফ্রিদি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান