লা লিগায় রিয়াল মাদ্রিদকে বুধবার রাতে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে স্বাগতিক সেভিয়া। আগের ম্যাচে বার্সেলোনা হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে তাদের টপকে যাওয়ার সুযোগ থাকলেও রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে সেই স্বপ্ন ফিকে করে দিয়েছে হুলেন লোপেতেগির দল।
লিগে শেষ তিন ম্যাচে মাত্র একটিতে জিতেছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-১ ড্রয়ের পর গত শনিবার নিজেদের মাঠে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল।
ক্রিস্তিয়ানো রোনালদো ও মোহামেদ সালাহকে হারিয়ে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জয়ের পর প্রথম মাঠে নামা লুকা মদ্রিচ প্রথমার্ধে ছিলেন নিজের ছায়া হয়ে। নামের প্রতি সুবিচার করতে পারেননি টনি ক্রুসও। ফলে অধিকাংশ সময় বল দখলে রেখেও বিরতির আগে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা।
উল্টো প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেভিয়া। ম্যাচের ১৭তম মিনিটে দলকে এগিয়ে নেন আন্দ্রে সিলভা। চার মিনিট পর কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ এই মিডফিল্ডার। ৩৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ান বেন ইয়েদের।
ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে দিনের অন্য ম্যাচে লেগানেসের মাঠে ২-১ গোলে হারা বার্সেলোনা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম