এক কথায় স্বীকার করে নিয়েছেন, ভারত তাদের থেকে শক্তিশালী দল। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বাস্তবের মাটিতে পা রাখা মানুষ। এমনতি কখনও সাংবাদিক সম্মেলনে এসে অবাস্তব কথাবার্তা বলেন না। বাংলাদেশ অধিনায়ককে যারা কাছ থেকে জানেন তারা বলেন, তিনি একেবারে মাটিতে পা রেখে চলা একজন। সেই মাশরাফি কিন্তু এশিয়া কাপ ফাইনালে নামার আগে জানালেন, ''আমার এশিয়া কাপ জেতা হয়ে গিয়েছে।''
সাদা চোখে দেখলে তার কথাগুলো আজব বলে মনে হতে পারে। কিন্তু কেন তিনি এমন কথা বললেন, তার ব্যাখ্যা শুনতে হবে। মাশরাফি ভারতের বিরুদ্ধে নামার আগে বলে গেলেন, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে তামিম ইকবাল যখন ভাঙা আঙুল নিয়ে মাঠে ফিরল, আমার এশিয়া কাপ তখনই জেতা হয়ে গিয়েছে। ভাঙা আঙুল নিয়ে ও ব্যাট করল। মুশফিকুরের সঙ্গে পার্টনারশিপ দিল। তামিম এরকম চোট নিয়ে ব্যাট করল। টুর্নামেন্ট থেকে এটাই আমার সব থেকে বড় পাওনার মুহূর্ত।''
চোট নিয়ে খেলা মুশফিকের কথা বিশেষভাবে উল্লেখ করে তিনি বললেন, "মুশফিকও চোটে পড়েছিল। কিন্তু তা সত্ত্বেও সে খেলা চালিয়ে গেছে। এখন সে চোট নিয়েই ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লড়াই করার মানসিকতাই আসল। প্রতিটা ম্যাচ নিয়েই আলাদা পরিকল্পনা থাকে আমাদের। কিন্তু আমাদের লড়াই করার মানসিকতা একইরকম থাকে।"
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর