১৪ তম এশিয়া কাপের ফাইনালে মাঠের লড়াইয়ে নেমে টাইগার ওপেনার লিটন দাসের ব্যাটে ভর করে ভারতের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের পক্ষে ওপেন করতে নামেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। এই দুই ব্যাটসম্যানের ঝড়ো শুরুতে মাত্র ৭.৪ ওভারেই দলীয় ৫০ রান স্পর্শ করে টাইগাররা।
লিটন ইতোমধ্যেই ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করে ফেলেছেন। ৩৩ বলে নিজের প্রথম অর্ধশতক করেন তিনি। ৬টি চার ও ২টি ছক্কা হাকিয়ে ৫০ রান করেন লিটন। ৩৬ বলে রান ৫৫ করে অপরাজিত আছেন তিনি। অপরদিকে, মেহেদি মিরাজ খেলছেন শান্ত ভঙ্গিমায়। ৩৫ বলে ১৬ রান করে অপরাজিত আছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর কোন উইকেট না হারিয়ে ১২ ওভারে ৭৩ রান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর