১৪ তম এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সূচনার পর দ্রুত উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধের আভাস দিচ্ছিলেন লিটন দাস। ঠিক তখনই অভিষেক সেঞ্চুরি করা লিটন দাসের ওপরই আম্পায়ারের খড়গ নেমে এল।
বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে বল করছিলেন কুলদীপ যাদব। সেই ওভারের শেষ বলে এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। কিন্তু সেই বলটি লিটনকে ফাঁকি দিয়ে ধোনির হাতে গেলে তিনি স্ট্যাম্প ছুঁয়ে দেন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার অস্ট্রেলিয়ার রড টাকার লিটন দাসকে আউট ঘোষণা করেন। এরপরই আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
স্ট্যাম্পিংয়ের সেই সিদ্ধান্তের জন্য আপিল করা হলে থার্ড আম্পায়ার রড টাকার কয়েকটি অ্যাঙ্গেলে মুহূর্তটি দেখেন। তখন ধারাভাষ্যকাররা ‘বেনিফিট অব ডাউট’ ব্যাটসম্যানের পক্ষে যাবে বলছিলেন। কিন্তু লিটনকে আউট দিয়ে দেন রড টাকার। এই আম্পায়ার ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ বলে রিপোর্ট করেছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০১৫ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে একাধিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের বিপক্ষে বাজে আম্পায়ারিং আলোচনায় এসেছিল। সেবার তুমুল বিতর্ক হয়েছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর