এশিয়া কাপের ফাইনালে উদ্বোধনী জুটিতে ভারতের বিপক্ষে রেকর্ড ১২০ রানের জুটি গড়ে লিটন ও মেহেদি হাসান মিরাজ ভালো কিছুরই ইঙ্গিত দিলেও অন্য ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় শেষ পর্যন্ত ভালো স্কোর করতে পারেনি টাইগাররা। ভারতকে ২২৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
এরপর ভারত ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হয় মাশরাফিদের ওপর। তবে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন নাজমুল ইসিলাম অপু। দলীয় ৩৫ রানের মাথায় শিখর ধাওয়ানকে সাজঘরে ফেরান তিনি। ধাওয়ান ৩ চারের সাহায্যে ১৪ বলে ১৫ রান করে সৌম্যের হাতে তালুবন্দি হন।
এখন রোহিত শর্মাকে সঙ্গ দিতে আসেন আম্বাতি রাইডু। কিন্তু তিনি উইকেটে থিতু হবার আগেই তাকে সাজঘরে ফেরান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে তালুবন্দি হওয়ার আগে রাইডু করেন ৭ বলে ২ রান। ভারতের দলীয় স্কোর তখন ৪৬ রান। এখন ব্যাট করছেন রোহিত শর্মা (২৮ বলে ৩১ রান) ও দীনেশ কার্তিক (৫ বলে ৩ রান)। স্কোর এখন পর্যন্ত ৯ ওভারে ৫২ রান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর