এশিয়া কাপে ফের প্রশ্নবিদ্ধ আইসিসির এলিট আম্পায়ারিং!১৪ তম এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সূচনার পর দ্রুত উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধের আভাস দিচ্ছিলেন লিটন দাস। ঠিক তখনই অভিষেক সেঞ্চুরি করা লিটন দাসের ওপরই আম্পায়ারের খড়গ নেমে এল।
বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে বল করছিলেন কুলদীপ যাদব। সেই ওভারের শেষ বলে এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। কিন্তু সেই বলটি লিটনকে ফাঁকি দিয়ে ধোনির হাতে গেলে তিনি স্ট্যাম্প ছুঁয়ে দেন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার অস্ট্রেলিয়ার রড টাকার লিটন দাসকে আউট ঘোষণা করেন। এরপরই আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
এর আগে ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ওই ম্যাচে এক বিতর্কিত সিদ্ধান্ত জানিয়ে সবার নজরে এসেছিলেন ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ড। সে ম্যাচের পর থেকেই প্রতিবেশী দুই দেশ একে অপরের বিপরীতে মাঠে নামলেই শুরু হয় বাড়তি উত্তেজনা।
এদিন শুরুটা ভিন্ন রকম ছিল বাংলাদেশ দলের। তবে থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকা রড টাকারের দীর্ঘ তিন মিনিট পর দেয়া সিদ্ধান্তটি মাঠ থেকে মাঠের বাইরে পর্যন্ত গড়ালো। ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অস্ট্রেলিয়ান আম্পায়ারের দেয়া সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল সমালোচনা।
ইয়ান গোল্ডের মতই রড টাকারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য। ২০০৯ সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করার আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট খেলতেন। ফার্স্টক্লাস ক্রিকেটে ৫ হাজারের বেশি রান ও উইকেট রয়েছে ১২৩টি। এই পর্যন্ত ৭৭টি ওয়ানডে, ৬৩টি টেস্ট ও ৩৫টি টি-টোয়েন্টিতে ফিল্ড আম্পায়রের দায়িত্ব পালন করেছেন ৫৪ বছর বয়সী টাকার।
২০১৫ সালের আইসিসির ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে দায়িত্ব পালন করেছিলেন। পরের বছরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন অস্ট্রেলিয়ান এই আম্পায়ার।
আইসিসির নিয়মানুযায়ী 'বেনিফিট অব ডাউট' সাধারণত যায় ব্যাটসম্যানের পক্ষে। অথচ হাইভোল্টেজ ফাইনালে সিদ্ধান্তটিই এলো পুরোই উল্টো! এতে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ প্রশ্নবিদ্ধ হচ্ছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান বিশ্বের অন্যতম অভিজ্ঞ আম্পায়ার টাকার।
টাকারের নতুন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের সাবেক ক্রিকেটার ও ইএসপিএন ক্রিকইনফোর এই ধারাভাষ্যকার বলেন, যে সিদ্ধান্ত নিতে এতোবার রিপ্লে দেখতে হয়েছে সেটি ব্যাটসম্যানের অনুকূলে না যাওয়ায় বিস্মিত হয়েছি।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত