ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে। কী কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন তা জানালেন ম্যাক্সওয়েল নিজেই।
আইপিএল খেলার বদলে তিনি নিজেকে তৈরি করবেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে দেখা যাবে অজি এই ব্যাটসম্যানকে।
পাঁচ বছর আগে ম্যাক্সওয়েলের টেস্ট অভিষেক হলেও অস্ট্রেলিয়ার হয়ে তিনি টেস্ট খেলেছেন মাত্র ৭টি। ওয়ানডে ও টি টোয়েন্টি খেলেছেন অনেক বেশি। ৮৭টি ওয়ানডে ও ৫৭ টি টোয়েন্টি খেলা হয়ে গিয়েছে ম্যাক্সওয়েলের।
অস্ট্রেলিয়ার টেস্ট দলকে তার অনেক কিছু দেওয়ার রয়েছে বলে তিনি মনে করেন। আর সে কারণেই আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন ম্যাক্সওয়েল।
বিডি প্রতিদিন/কালাম