Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৮:২২

মুলারের 'ক্যারাটে' কিক, সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক

মুলারের 'ক্যারাটে' কিক, সমালোচনার ঝড়
সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের খেলা বুধবারই শেষ হলো। আর শেষবেলায় অন্য সব কিছুকে ছাপিয়ে বেশ কয়েকটা বড় ক্লাবের অভাবনীয় হার ফুটবলঅনুরাগীদের বেশ অবাক করে দিল। তবে ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের মতো দলের অভাবিত পরাজয় ছাপিয়ে চর্চা চলছে থমাস মুলারের 'ক্যারাটে' কিক নিয়ে।

বায়ার্ন মিউনিখ বনাম আয়াক্স আমস্টারডাম ম্যাচে এ ঘটনা ঘটে। বলের দখল নিতে গিয়ে সজোরে বায়ার্নের মুলার আঘাত করেন নিকোলাস ট্যাগলিয়াফিকোর মাথায়। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখেন তিনি। মাথায় চোট পেয়েও মাঠ ছেড়ে বেরোননি আর্জেন্টিনীয় নিকোলাস। তবে মুলারের আগ্রাসী ফাউল নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়।

শুধু মুলার একাই নন, রূদ্ধশ্বাস লড়াইয়ের এই ম্যাচে লালকার্ড দেখেন  আয়াক্সের ম্যাক্সিমিলিয়ানো ওবের। শেষমেষ ৩-৩ গোলে ড্র হয় ম্যাচটি। জার্মান ক্লাবটির হয়ে জোড়া গোল করলেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি। অন্যদিকে, আয়াক্সের পক্ষে ডুসান টাডিচও দু'বার বায়ার্ন জালে বল জড়ালেন। ম্যাচের শেষদিকে ৩-২ এগিয়ে ছিল বায়ার্ন। নাটকীয়ভাবে ডাচ ক্লাবটির হয়ে ৩-৩ করেন নিকোলাস ট্যাগলিয়াফিকো। 

ড্রয়ের ফলে এই দু'দলই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় চলে গেল। বায়ার্ন  উঠল গ্রুপ সেরা হয়ে। আয়াক্স শেষ করল দু’নম্বরে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য