ভারত-অস্ট্রেলিয়া টেস্ট মানেই বাড়তি উত্তেজনা। পার্থের সবুজ পিচে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। তবে অপটাস স্টেডিয়ামে এটাই প্রথম টেস্ট। এর আগে একটাই মাত্র প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে এখানে। অস্ট্রেলিয়ার দশম ভেন্যু হিসেবে টেস্টের আয়োজন করতে চলেছে তারা।
তার আগে অজি অধিনায়ককে ভাবাচ্ছে সবুজ উইকেট ছাড়াও প্রচণ্ড গরম। শুক্রবার যেমন ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকার কথা পারথে। ফলে টস জিতে কী করবেন, তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারছেন না পেন।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন বলেন, “আমার তো মনে হচ্ছে টস হারলেই ভাল হবে। সকালে কিউরেটরের সঙ্গে এই ব্যাপারে কথা হচ্ছিল। তবে আমার মনে হয় পিচ তত খারাপ আচরণ করবে না। এখানে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছি। তখনও উইকেট সত্যিই সবুজ দেখাচ্ছিল। কিন্তু সাদা বলের ক্রিকেটে তেমন কোনও সমস্যা হয়নি।”
তিনি আরও বলেন, “প্রচণ্ড গরমে উইকেট ভাঙতে পারে। চিড় ধরতে পারে। তাই কাল সকালে যাই করতে হোক না কেন, শুরুটা ভাল করা প্রয়োজন।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ